বাংলাদেশের খবর

আপডেট : ২৫ August ২০১৮

ডাক্তার না হয়েও অস্ত্রোপচারে হাসপাতাল মালিক

টুঙ্গিপাড়া সার্জিক্যাল হাসপাতাল সংগৃহীত ছবি


গোপালগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর পর হাসপাতালের মালিক ও তার দুই ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পরিবার। মৃত রেক্সনা রেগম (৩০) টুঙ্গিপাড়া উপজেলার কেরালকোপা গ্রামের আজিজুল মোল্লার স্ত্রী। বৃহস্পতিবার রাতে টুঙ্গিপাড়া সার্জিক্যাল হাসপাতালে রেক্সনার মৃত্যুর পর তার ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।

মামলায় হাসপাতালের মালিক নূরুল হুদা টুকু এবং তার দুই ছেলে মেহেরাব হোসেন ও নূরুল অদিরনকে আসামি করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার ওসি একেএম এনামুল কবীর জানান, মামলা হওয়ার পর শুক্রবার সকালে মেহেরাব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রেক্সনার ভাই আমিনুল বলেন, তার অন্তঃসত্ত্বা বোনকে বৃহস্পতিবার বেলা ২টার দিকে টুঙ্গিপাড়া সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে হাসপাতালের মালিক টুকু ও তার দুই ছেলে রেক্সনাকে ওটিতে নিয়ে নিজেরাই অপারেশন করেন। তখন হাসপাতালে কোনো চিকিৎসক ছিল না। অতিরিক্ত রক্তক্ষরণে আমার বোন অপারেশন টেবিলেই মারা যায়।

আমিনুল আরো বলেন, ক্লিনিক মালিক টুকু চিকিৎসক না হলেও এলাকায় ‘পল্লী চিকিৎসক’ হিসেবে পরিচিত। তার দুই ছেলে তাকে সহযোগিতা করে। ওই হাসপাতালে এর আগেও চারজন প্রসূতির মৃত্যু হয়েছে। তবে টুকু ‘টাকা দিয়ে’ সেগুলো মিটিয়ে ফেলেছে।

এ বিষেয়ে জানতে চাইলে হাসপাতাল মালিক নূরুল হুদা টুকু বলেন, ‘অপারেশনের সময় আমি ও আমার প্রশিক্ষণপ্রাপ্ত দুই ছেলের সঙ্গে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সাধন বসু ছিলেন। অপারেশেনের শেষ পর্যায়ে রোগীর শারীরিক অবস্থা খারাপ দেখে সাধন হাসপাতাল থেকে চলে যান।’

টুঙ্গিপাড়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ জানান, সাধন বসু নামে কোনো চিকিৎসক গোপালগঞ্জে নেই। নিজেকে বাঁচাতে নূরুল হুদা টুকু ‘সাজানো ও মনগড়া’ কথা বলছেন।

ওসি এনামুল বলেন, কোনো প্রশিক্ষণ না থাকার পরও অস্ত্রোপচার করার কথা মেহেরাব পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। প্রকারান্তরে এটি একটি হত্যাকাণ্ড; তাই এ ব্যাপারে হত্যা মামলা নেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১