বাংলাদেশের খবর

আপডেট : ২৪ August ২০১৮

স্বামী-স্ত্রীর ঝগড়া, অবশেষে আত্মহত্যা!

স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা প্রতীকী ছবি


স্ত্রীর সঙ্গে অভিমান করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের নাম রুবেল মির্জা (৩২)। তিনি ওই এলাকার মৃত রমজান মির্জার ছেলে।

বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার চন্দনগাঁতি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রমজান।

শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বেলকুচি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১