আপডেট : ২৪ August ২০১৮
শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে গত ছয় দিনের টেলি সমস্যার সমাধান হল। এক পাশে প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়সহ প্রসেনজিৎ এবং অন্য পাশে মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রযোজক শ্রীকান্ত মোহতা, কলাকুশলীদের সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে বসে বৃহস্পতিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, ‘প্রবলেম একটা হয়েছিল। এখন সব মিটে গিয়েছে। কাল (শুক্রবার) থেকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শুটিং করবে।’ সমস্যার নিষ্পত্তির লক্ষ্যে সব শিবিরকে এক ছাতার নীচে আনতে শুক্রবার টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির একটি জয়েন্ট কনসিলিয়েশন কমিটি করেছেন মমতা। প্রতি মাসে সভা করবে কমিটি। আপাতত, সমস্যা সমাধানের সূত্র হল, প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে আগের মাসের বকেয়া মেটানো হবে। অভিনেতাদের কাজের সময়সীমা ১০ ঘণ্টা, কলাকুশলীদের ১৪ ঘণ্টা। বকেয়া মেটানো হবে ১৫ অক্টোবরের মধ্যে। পাশাপাশি মুখ্যমন্ত্রী চান, সব পক্ষের মূলত প্রযোজকদের সুযোগ-সুবিধাও দেখা হোক। নবান্নের ১৪ তলায় ঘণ্টা খানেকের বৈঠকের পরেই সকলকে পাশে নিয়ে মমতা সাংবাদ সম্মেলন করেন। অনেকে প্রশ্ন তুলছেন, সরকার কি তবে এইভাবে টালিগঞ্জ পাড়ায় ‘নিয়ন্ত্রণ’ কায়েম করতে চায়? নবান্ন এই জল্পনা নস্যাৎ করে দিয়েছে। সরকারের শীর্ষ স্তরের বক্তব্য, এটা কোনোমতেই নিয়ন্ত্রণ নয়, সহায়তা। কারণ, মুখ্যমন্ত্রী টেলি ও টলি শিল্পকে বৃহৎ পরিবার বলে মনে করেন। তিনি সব সময়ে বলেন, ‘টালিগঞ্জ পাড়ার উপরে বিপুল সংখ্যক মানুষ ও তাদের পরিবারের ভরণপোষণ নির্ভরশীল। তাই সেখানে অচলাবস্থা তৈরি হলে সরকার চুপ করে থাকতে পারে না, সমাধানের চেষ্টা করা তাদের সামাজিক দায়বদ্ধতা। তিনি সেটাই করেছেন।’ মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘এই শিল্পে হাজার হাজার লোক চাকরি করে। মা-বোনেদের পাশাপাশি ছেলেরাও দেখেন। আমি নিজেও সিরিয়ালের ভক্ত।’ মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, ‘বিষয়টা খুব বড় কিছু নয়। সকলের ভূমিকাই খুব ইতিবাচক। শরীর থাকলে কখনো একটু অসুস্থতাও হয়।’ তবে টলিউডে চাপানউতোর নিয়ে চাপা আশঙ্কা যে রয়েছে, তা স্পষ্ট সৌমিত্রের মন্তব্যে। তিনি সাংবাদিকদের বলেন, ‘দয়া করে কার সঙ্গে কার ঝগড়া, তা নিয়ে কাটাছেঁড়া করবেন না।’ মমতা বিষয়টিকে আরো একটু হাল্কা করে বলেন, ‘যা হয়েছে, কেউ তা নিয়ে রং চড়াবেন না।’
বৈঠকের পরে অভিনেতা-কলাকুশলী-প্রযোজক সবার তরফে সৌমিত্র বলেন, ‘মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। তার উদ্যোগেই সমস্যা অতি সহজে মিটে গিয়েছে।’ তার কথা কেড়ে নিয়ে মমতা বলেন, ‘আমি তো আপনাদের ঘরের লোক।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১