আপডেট : ২০ August ২০১৮
রাজধানীতে জমে উঠেছে পশুরহাট তবে দাম গতবারের তুলনায় প্রায় দ্বিগুন। হাটে ছোট ও মাঝারি আকারের দেশি গরুর চাহিদা চোখে পড়ার মতো। জমে উঠেছে রাজধানীর পশুরহাট। সকাল থেকেই হাটগুলোতে ক্রেতার ভিড় জমতে শুরু করে। সময় বাড়ার সাথে সাথে ক্রেতার সংখ্যা আরও বাড়াতে শুরু করেছে। ক্রেতাদের অভিযোগ হাটে পর্যাপ্ত পশু থাকা শত্যেও চওড়া দাম চাচ্ছে ব্যাপারিরা। আর বিক্রেতাদের দাবি গো-খাদ্যের দাম বৃদ্ধি ও পশু পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় পশুর দাম এবার কিছুটা বেশি। এদিকে, অন্য বছরের তুলনায় এবারের হাটে দেশি গরু-ছাগল বেশি পাওয়া যাচ্ছে। বিক্রেতাদের দাবি এবার গুরুর দামে তারা সন্তষ্ট। সরকার যদি এ ধারাবাহিকতা ধরে রাখে তবে সামনের বছরগুলোতেও পাশ্ববর্তী দেশগুলোথেকে গরু আমদানি করতে হবে না। এদিকে, ক্রেতারা দাবি করছেন গত বছর গুলোর তুলোনায় এবার গরুর দাম অনেক বেশী। এসম্পর্কে এক ক্রেতার কাছে জিজ্ঞেস করলে তিনি বলেন, এবার গরুর দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুন। হাটে পর্যাপ্ত পশু থাকা সত্বেও বিক্রেতারা কৃত্তিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে কোরবানীর পশুর’। রাজধানীর প্রায় প্রতিটি হাটেই জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে। পশুর স্বাস্থ্য পরীক্ষায় পশু চিকিৎসকের ব্যবস্থাও রাখা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১