বাংলাদেশের খবর

আপডেট : ২০ August ২০১৮

ভর্তি আবেদনের সময় বাড়াল ঢাবি

২৮ আগস্ট মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ভর্তির জন্য আবেদনের সময় বর্ধিত করা হয়েছে সংগৃহীত ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন করার সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২৮ আগস্ট মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ভর্তির জন্য আবেদনের সময় বর্ধিত করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সময়সীমা ছিল আগামী ২৬ আগস্ট রোববার রাত ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি বিবেচনায় নিয়ে আবেদনের এই সময়সীমা বর্ধিত করা হয়।

উল্লেখ্য, অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া গত ৩১ জুলাই মঙ্গলবার শুরু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১