আপডেট : ২০ August ২০১৮
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হিন্দু সম্প্রদায় আগামী ২ সেপ্টেম্বর রোববার উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন করবে। এদিন বেলা ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে শেষ হবে। এ উপলক্ষে গতকাল রোববার ডিএমপি সদর দফতরে জন্মাষ্টমীর শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভা হয়। এতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় সিদ্ধান্ত হয় জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ২ সেপ্টেম্বর ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রাজধানীর বিভিন্ন সড়কে ডিএমপির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শোভাযাত্রা চলাকালীন রাস্তা সংলগ্ন রুফটপ ডিউটি জোরদার করা, শোভাযাত্রায় অংশ নেওয়া ট্রাকে সুইপিং করা, কোনো অবাঞ্ছিত ব্যক্তিকে শোভাযাত্রায় প্রবেশ করতে না দেওয়া, আয়োজক কমিটির পরিচয়পত্র সংবলিত স্বেচ্ছাসেবক মোতায়েন করা। এছাড়া শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হবে। এতে সাদা পোশাকে ও ইউনিফরমে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। শোভাযাত্রায় কোনো ধরনের ব্যাগ, লাগেজ, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ছুরি, কাঁচি ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে অংশ নেওয়া যাবে না বলে ডিএমপি সূত্রে জানা যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১