বাংলাদেশের খবর

আপডেট : ২০ August ২০১৮

কয়লা কেলেঙ্কারি

বড়পুকুরিয়ার দুই সাবেক এমডিকে জিজ্ঞাসাবাদ

প্রধান কার্যালয় দুর্নীতি দমন কমিশন (দুদক) সংগৃহীত ছবি


২৩০ কোটি টাকা মূল্যমানের কয়লা আত্মসাৎ মামলায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সংস্থার উপপরিচালক মো. সামছুল আলমের নেতৃত্বে গঠিত টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। তারা হলেন মো. কামরুজ্জামান ও মাহবুবুর রহমান। সকাল পৌনে ১০টা থেকে দপুর দেড়টা পর্যন্ত টানা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রসঙ্গত, ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ টন কয়লা ঘাটতির অভিযোগে বিসিএমসিএলের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুর রহমান বাদী হয়ে কোম্পানির সাবেক এমডি হাবিব উদ্দিন আহমেদসহ ১৯ জনকে আসামি করে গত ২৪ জুলাই দিনাজপুরের পার্বতীপুর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করছে দুদক। মামলায় ১৯ আসামিসহ পেট্রোবাংলার ২১ কর্মকর্তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য চিঠি দিয়েছে তদন্ত টিম। এ ছাড়া গত ১৩ আগস্ট এজাহারভুক্ত আসামি এবং এজাহারবহির্ভূত মিলিয়ে ৩২ জনকে  নোটিশ দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১