আপডেট : ১৯ August ২০১৮
উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। গত শুক্রবার নয়াদিল্লিতে এক বৈঠকে তারা এ সন্তোষ প্রকাশ করেন বলে গতকাল শনিবার নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপর গত শুক্রবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে একান্তে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন তিনি। বৈঠককালে বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের নেতাদের নিয়মিত যোগাযোগে সন্তোষ প্রকাশ করেন তারা। একই সঙ্গে বিভিন্ন ফোরামে দুই দেশের নেতারা সাক্ষাৎ করবেন বলেও তারা আশা প্রকাশ করেন। উল্লেখ্য, গত শুক্রবার নয়াদিল্লিতে ভারতের দশম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য অনুষ্ঠানে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গত বৃহস্পতিবার নয়াদিল্লির অলইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) কিডনি জটিলতার কারণে মারা যান ৯৩ বছর বয়সী বাজপেয়ী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১