আপডেট : ১৮ August ২০১৮
রাজশাহীতে গণপিটুনির শিকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আবদুর রাজ্জাক (৩০)। রাজ্জাক রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি হাজরাপুকুর মহল্লার নুরুল ইসলামের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। পুলিশ বলছে, আবদুর রাজ্জাকের বিরুদ্ধে মাদকের দুটি এবং চাঁদাবাজির একটি মামলা রয়েছে। কিন্তু পরিবারের দাবি, তিনি মাদকবিরোধী ছিলেন। এজন্য এলাকার কয়েকজন মাদকসেবী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট করে। পরে ইয়াবা ট্যাবলেট দিয়ে তাকে ফাঁসিয়ে দেয়। নগরীর চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবির বলেন, গত ৬ আগস্ট রাতে স্থানীয়রা আবদুর রাজ্জাককে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তখন পুলিশকে জানানো হয়, রাজ্জাক এলাকায় মাদক ব্যবসা করে। বিক্রির সময় তার কাছে ৪৮ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পুলিশ সেগুলো জব্দ করে। ওই দিন আহত অবস্থায় রাজ্জাককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। আর ইয়াবা ট্যাবলেট জব্দ দেখিয়ে রাজ্জাকের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়। সে মামলায় গ্রেফতার দেখানো হয় রাজ্জাককে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে তিনি মারা যান। ওসি বলেন, ঘটনার দিন যারা মারপিট করেছিল তাদের নাম মৃত্যুর আগে রাজ্জাক বলে গেছেন। পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১