আপডেট : ১৭ August ২০১৮
পবিত্র ঈদুল আজহা ও জন্মাষ্টমী উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী রোববার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় উপ-রেজিস্ট্রার ইউনুস আলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদুল আজহা ও জন্মাষ্টমী উপলক্ষে ১৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়। ইতোমধ্যে ১৫ আগস্ট সরকারি এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছে। এতে ক্যাম্পাস অনেকটা ফাঁকা হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসাইন জানান, ১৯ তারিখ সকাল ১০টার মধ্যে ছেলে এবং মেয়েদের হল ছেড়ে দিতে হবে। সেপ্টেম্বরের ১ তারিখে সব হল খোলা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১