বাংলাদেশের খবর

আপডেট : ১৭ August ২০১৮

রাজাধিরাজ রাজ্জাক

৯০ মিনিট ব্যাপ্তির এই বায়োপিকটির শিরোনাম ‘রাজাধিরাজ রাজ্জাক’ সংগৃহীত ছবি


বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা রাজ্জাককে নিয়ে বায়োপিক নির্মাণ করেছেন শাইখ সিরাজ। ৯০ মিনিট ব্যাপ্তির এই বায়োপিকটির শিরোনাম ‘রাজাধিরাজ রাজ্জাক’। রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী ২১ আগস্ট। এ উপলক্ষে আজ বেলা ৩টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে বায়োপিকটি।

রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকে বায়োপিকটির নির্মাণকাজে হাত দেন শাইখ সিরাজ। রাজ্জাকের দীর্ঘ সাক্ষাৎকার, তার কলকাতায় বেড়ে ওঠা, বসতভিটার হালচাল, সেখানে অবস্থানরত জীবিত নিকটাত্মীয়, তার বন্ধুদের স্মৃতিচারণ থাকছে বায়োপিকে। পাশাপাশি রাজ্জাকের কালজয়ী দুর্লভ সিনেমার অংশ ও গানগুলো যুক্ত করা হয়েছে এতে।

জানা গেছে, নায়করাজ রাজ্জাক ভক্তদের জন্য সিনেমা হলে প্রদর্শনের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি এটি সংরক্ষণ করা হবে ফিল্ম আর্কাইভেও। বায়োপিকটিতে রাজ্জাককে নিয়ে কথা বলেছেন তার দীর্ঘ অভিনয় জীবনের সহশিল্পীরা। বিশেষ করে সুচন্দা, কবরী, ববিতা প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১