আপডেট : ১৭ August ২০১৮
ইভান সাইর ও তাসনুভা তিশা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোফাসেট’। ইশতিয়াক আহমেদের কাহিনী, সংলাপ ও পরিচালনায় নির্মিত হয়েছে এটি। সম্প্রতি লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে চলচ্চিত্রটি। একুশ মিনিট দৈর্ঘ্যের শর্টফিল্মের গল্পটি আনিস আর নিতুর ভালোবাসার শখ ও অভাবকে ঘিরে রচিত। এ প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ বলেন, ‘এ শর্টফিল্মের গল্পটা আসলে ওই অর্থে গল্প না। কারণ এটা জীবন। আমি এখানে এক টুকরো জীবনকে তুলে আনার চেষ্টা করেছি।’ সোফাসেট নিয়ে অভিনেতা ইভান সাইর বলেন, ‘এমন গল্পের প্রধান চরিত্রে অভিনয় করতে পারাটা আমার জন্য সত্যিই সৌভাগ্যের। অনুভূতি অসাধারণ। কারণ আমি মনে করি সমসাময়িক সময়ে যারা নাটক বা শর্টফিল্মে সংলাপ শুনতে পছন্দ করেন এটা তাদের অবশ্যই ভালো লাগবে।’ এদিকে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার আগেই ‘জীবন গল্প’ শিরোনামে এর একটি গান ইউটিউবে অবমুক্ত হয়। পরিচালক ইশতিয়াক আহমেদের কথায় গানটি গেয়েছেন রবিন ইসলাম। লায়নিক মাল্টিমিডিয়ার ঈদ আয়োজনে আরো একাধিক গান, শর্টফিল্ম ও নাটক রয়েছে বলে জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১