বাংলাদেশের খবর

আপডেট : ১৫ August ২০১৮

ঈদের ছয় নাটকে রুহী

নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নুসরাত জান্নাত রুহী সংগৃহীত ছবি


ঈদ উপলক্ষে নির্মিত ছয়টি নাটকে অভিনয় করেছেন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নুসরাত জান্নাত রুহী। সম্প্রতি নেপালের মনোরম সব লোকেশনে চিত্রায়ণ হয়েছে নাটকগুলোর। সৈয়দ ইকবাল, কামাল আহমেদ ও গল্পওয়ালার রচনায় নাটকগুলো পরিচালনা করেছেন যথাক্রমে আহমেদ কামাল, নাজমুল রনি ও রাহাত মাহমুদ।

রুহী অভিনীত নাটকগুলো হচ্ছে- ক্রসচেক, দ্বিতীয় দেখা, গোলকধাঁধা, ট্রুথ অর ডেয়ার, বিপরীত ভালোবাসা ও অপশনাল বয়ফ্রেন্ড। নাটকগুলোতে রুহীর বিপরীতে অভিনয় করেছেন সজল, কল্যাণ কোরাইয়া, এসএম জনি ও এলেন শুভ্র।

এ প্রসঙ্গে রুহী বলেন, ‘ভিন্ন সব গল্পে নেপালে চিত্রায়িত নাটকগুলোতে অভিনয় করেছি, যেখানে আমাকে ভিন্ন সব চরিত্রে দেখা যাবে। নেপালের মনোরম লোকেশনে শুটিংয়ের ফলে নাটকগুলো দর্শক দেখে বেশ আনন্দ পাবে।’ আসছে ঈদে এটিএন বাংলা, এসএ টিভি, এশিয়ান টিভিসহ বিভিন্ন চ্যানেলে নাটকগুলো প্রচার হবে বলে জানান রুহী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১