আপডেট : ১৫ August ২০১৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো। এ উপলক্ষে এটিএন বাংলা আয়োজন করেছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তানিয়া হোসেন। নন্দিনী ইসলামের পরিচালনায় এটি রাত ১১টায় প্রচার হবে। এটিএন বাংলা সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি মূলত সাজানো হয়েছে বিভিন্ন শিল্পীর গাওয়া গান ও আবৃত্তিশিল্পীর কবিতা পাঠের ওপর ভিডিওচিত্র দিয়ে। ভিডিওচিত্রে যেসব শিল্পীর গান নেওয়া হয়েছে তারা হলেন সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী, সাদি মোহাম্মদ, রফিকুল ইসলাম, এসআই টুটুল, তিমির নন্দী, মমতাজ, শাফি মিজান এবং মুনমুন কর্মকার। কবিতায় কণ্ঠ দিয়েছেন ওবায়দুর রহমান। অনুষ্ঠানটির পরিচালক জানান, গান ও আবৃত্তির মাধ্যমে জাতির জনককে স্মরণ করা হবে। গান ও কবিতা পাঠের ভিডিওচিত্রে জাতির জনকের বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১