আপডেট : ১৫ August ২০১৮
ঈদে নাটকের গানে কণ্ঠ দিয়েছেন কণা। ‘নীল রংধনু’ শিরোনামের নাটকে গেয়েছেন তিনি। ‘মন বলছে তাই’ শিরোনামে গানটির ভিডিওতে দেখা যাবে এফএস নাঈম ও শবনম ফারিয়াকে। তাদের সঙ্গে কণাকেও দেখা যাবে গানের ভিডিওতে। মাসুম আওয়ালের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী। নাটকের প্রচারণার অংশ হিসেবে আলাদাভাবে গানটি মুক্তি দেওয়া হবে। জাগো মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি। এমনটাই জানিয়েছেন নাটকের পরিচালক হাসান রেজাউল। তিনি বলেন, ‘ঈদের সময় গানের প্রতি শ্রোতা-দর্শকদের ভালো আগ্রহ থাকে। আর গানটিও সুন্দর হয়েছে। তাই এটি আমরা মিউজিক ভিডিওর আদলে তৈরি করেছি।’ নির্মাতা আরো জানান, ‘নীল রংধনু’ রোমান্টিক গল্পের নাটক। এটি ঈদ আয়োজনে একটি বেসরকারি টিভিতে প্রচারের কথা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১