আপডেট : ১৪ August ২০১৮
শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পাইওনিয়র ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মো. নাসিরুল্লাহ। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, পাইওনিয়র ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মো. নাসিরুল্লাহর কাছে থাকা কোম্পানির ২ লাখ ৫৬ হাজার ৩৩২টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি ২৫ হাজার শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি শেষ করতে হবে। ডিএসই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা দরে লেনদেন হয়। এদিন ৫৬ বারে ৮৬ হাজার ১০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ২৪ লাখ টাকা। ২০০১ সালে পুঁজিবাজারে আসা পাইওনিয়র ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৬৯ কোটি ৯৮ লাখ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১