আপডেট : ১৪ August ২০১৮
এসএম সুলতান শিশু স্বর্গ : বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান তার জীবদ্দশায় চিত্রা নদীর পারে নির্মাণ করেন শিশু স্বর্গ। শিশুদের সাধারণ লেখাপড়ার পাশাপাশি আর্টসহ মানবিক গুণাবলির শিক্ষায় শিক্ষিত করতে শিশু স্বর্গে ছোট চিড়িয়াখানা নির্মাণ করেন। যেখানে ভল্লুক, বানর, ময়না, মদনটাক, খরগোশ, গিনিপিক, মুনিয়া, সাপসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি রেখেছিলেন। শিশুদের নিয়ে নদীতে ভ্রমণের জন্য নৌকা নির্মাণ করেছিলেন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতিস্তম্ভ, জাদুঘর : মহান স্বাধীনতা যুদ্ধের বীরসেনা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। (বর্তমানে তার নামানুসারে গ্রামের নামকরণ করা হয়েছে নূর মোহাম্মদ নগর)। পিতা মো. আমানত শেখ ও মাতা মোসা. জেন্নাতুন্নেছা। তিনি ১৯৫৯ সালের ২৪ মার্চ তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগ দেন। বিজয় সরকারের স্মৃতিবিজড়িত জন্মস্থান ডুমদি : চারণ কবি বিজয় সরকারে জন্মস্থান সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে আজো বিদ্যুৎ পৌঁছায়নি, নির্মাণ করা হয়নি যোগাযোগের একমাত্র রাস্তাটি। যোগাযোগ আর বিদ্যুতের অভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে বিজয় সরকারের বসতবাড়িটি। দিন দিন সৌন্দর্য হারিয়ে যাচ্ছে কবির স্মৃতিধন্য নড়াইলের ডুমদি গ্রামটি। নড়াইল বাঁধাঘাট : জমিদারের পরিবারের বধূ, মাতা, কন্যাদের স্নান, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং নৌভ্রমণের জন্য নড়াইলের তৎকালীন জমিদার কালীশংকর রায় ১৮ শতকের দিকে জমিদার বাড়ি থেকে প্রায় অর্ধ কিলোমিটার পূর্বে চিত্রা নদীর পাড়ে নির্মাণ করেন এ বাঁধাঘাটটি। অপূর্ব সুন্দর এ বাঁধাঘাটটির অর্ধশত সিঁড়ি চিত্রা নদীর বুকে নেমে গেছে। ইকো ও প্রজাপতি পার্ক : নড়াইল সদরে এই প্রথম শিশু-কিশোরসহ সব শ্রেণির মানুষের বিনোদনের জন্য ইকো ও প্রজাপতি পার্ক নির্মাণকাজ শুরু হয়েছে। শান্ত চিত্রা নদীর তীরে হাটবাড়িয়া জমিদার বাড়ি এলাকায় প্রাকৃতিক পরিবেশে ইকো ও প্রজাপতি পার্কের কাজ শুরু হওয়ায় নড়াইলবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। নিরিবিলি পিকনিক স্পট : নড়াইল জেলার সর্বপ্রথম বিনোদন কেন্দ্র গড়ে ওঠে জেলা লোহাগড়া উপজেলার রামপুর এলাকায়। লোহাগড়া এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার মফিজুর রহমান প্রায় ২০ বছর আগে নড়াইলবাসীসহ এ এলাকার মানুষের বিনোদনের লক্ষে নিরিবিলি পিকনিক স্পট তৈরিতে হাত লাগান। ইতোমধ্যে সব বয়সী মানুষের বিনোদনের জন্য এ স্পটটি একেবারে মানানসই। স্বপ্ন বীথি : স্বপ্ন বীথি পিকনিক স্পট জেলার লোহাগড়া উপজেলার রামপুর এলাকায় অবস্থিত। মাত্র ৫-৬ বছর আগে এটি নির্মাণ করা হয়েছে। নিরিবিলি পিকনিক স্পটের মালিক ইঞ্জিনিয়ার মফিজুর রহমান এটি নির্মাণ করেন। সম্পূর্ণ নতুন আঙ্গিকে ব্যবসার সফলতা পাওয়ার লক্ষ্য নিয়ে তিনি নানা প্রাকৃতিক বনায়নের মধ্যে কৃত্রিম বাঘ, জিরাফ, হাতির প্রতিকৃতি নির্মাণ করে বিনোদনপ্রেমীদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। নড়াইলের অরুণিমা গলফ ক্লাব : জেলার শেষ সীমানা মধুমতি পারে গড়ে উঠেছে অরুণিমা গলফ ক্লাব। পাখিসমৃদ্ধ অরুণিমা ক্লাবটি পাখির জন্য বিখ্যাত। দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে এখানে পাখিপ্রেমীরা ছুটে আসেন পাখি দেখার জন্য। এখানে রয়েছে আগত অতিথিদের জন্য থাকা খাওয়ারও ব্যবস্থা। প্রতিবছরের ন্যায় ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে এ ক্লাবটি দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভ্রমণপিয়াসীদের পদচারণায় ভরে ওঠে। প্রতিদিন শত শত মানুষ এখানে আসে পাখি দেখতে। চিত্রা রিসোর্ট : নড়াইল শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া শান্ত চিত্রা নদীর পূর্ব পারে মনোরম পরিবেশে গড়ে উঠেছে চিত্রা রিসোর্ট নামে এ বিনোদন কেন্দ্র। নড়াইল শহরের বাসিন্দা যুবক অনিক এ প্রতিষ্ঠানটি নির্মাণ করেছেন। শিশুদের বিনোদনের জন্য ভালো ব্যবস্থা না থাকলেও চিত্রা নদী ভ্রমণের জন্য এখানে রয়েছে ইঞ্জিনচালিত নৌকা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১