আপডেট : ১৪ August ২০১৮
‘রিকশায় কোনো রিস্ক নাই’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন সাবিলা নূর। শিবরাম চক্রবর্তীর ‘রিকশায় কোনো রিস্ক নাই’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন হাবীব শাকিল। নাটকটিতে সাবিলা নূরের বিপরীতে অভিনয় করেছেন এফএস নাঈম। গল্পে দেখা যাবে, রিকশা অন্যার প্রচণ্ড অপছন্দের বাহন হলেও তার ভালোবাসার মানুষ জনির কাছে রিকশাই সেরা। প্রচণ্ড অলস জনির কাছে সবচেয়ে প্রিয় দুটো জিনিস সকাল বেলার ঘুম আর রিকশা। এই দেরি করে ঘুম থেকে ওঠা আর রিকশায় চড়ে অফিস যাওয়ার জন্য প্রায় প্রতিদিনই তার দেরি হয়। আর শুধুমাত্র এই দেরির কারণে তিন বছরে তার চাকরিতেও কোনো উন্নতি নেই। না ইনক্রিমেন্ট, না প্রমোশন। অবশ্য এসব নিয়ে জনির খুব একটা মাথাব্যথা নেই। কিন্তু অন্যার চিন্তার শেষ নেই। অন্যার বাবা বলেছেন, এই অলস ছেলের সঙ্গে তিনি তার মেয়ের বিয়ে দেবেন না। অন্যাকে চ্যালেঞ্জ দেন যদি এই ছেলের কোনো প্রমোশন হয় অফিসে তবেই তিনি বিয়েতে রাজি হবেন। সময় তিন মাস। যদি চ্যালেঞ্জে সে হেরে যায় তবে বাবার পছন্দের পাত্রের সঙ্গেই তার বিয়ে হবে। এবার জনি ও অন্যা দুজনেই আটঘাট বেঁধে নামবে। ঈদুল আজহার ঈদ অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১