আপডেট : ১৪ August ২০১৮
রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবিতে নারায়ণগঞ্জে হওয়া ছাত্র আন্দোলনের ছয় দিন পর পুলিশ মামলা করেছে। গত রোববার রাত ১টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একজন এসআই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ৫০ থেকে ৬০ অজ্ঞাতনামাকে আসামি করা হয়। এসআই মাসুদ রানার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট সকাল থেকে তার নেতৃত্বে শহরের চাষাঢ়ায় কর্তব্য পালন করছিল পুলিশ। সেদিন সকাল সাড়ে ১০টায় চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে ৫০-৬০ জন অবস্থান নেয়। পরে তারা চাষাঢ়া গোলচত্বরে অবস্থান করে চারটি সড়ক বন্ধ করে দেয়। তখন পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলেও ব্যর্থ হয়। ওই সময় উত্তেজিত অজ্ঞাতনামা জনতা পুলিশকে উল্টো হুমকি দেয়। তারা পুলিশকে রাষ্ট্রীয় কাজে বাধা দেয়। তখন তারা ৫টি অটোরিকশা ভাঙচুর করে। একপর্যায়ে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়। মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়, ১ আগস্ট বুধবার, ২ আগস্ট বৃহস্পতিবার ও ৪ আগস্ট শনিবার- এ তিন দিন চাষাঢ়ায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান করে শত শত শিক্ষার্থী। এ ছাড়া সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও সাইনবোর্ড এলাকায়ও ছিল তাদের অবস্থান। এতে করে নারায়ণগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলার সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শিক্ষার্থীরা গাড়ির লাইসেন্স পরীক্ষা করে, যেখানে বাদ পড়েনি সরকারদলীয় এমপি, রাজনীতিক, পুলিশ, সাংবাদিকও। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও অনুমতির জন্য মামলাটি করতে দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১