আপডেট : ১৪ August ২০১৮
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল মালেক (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত আবদুল মালেক মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বশির আহমদের ছেলে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাপলাপুরের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শাপলাপুরের একটি পাহাড়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ৫০০ ইয়াবা ট্যাবলেট, পাঁচটি দেশি বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধারের কথাও জানান এ পুলিশ কর্মকর্তা। মালেকের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে মহেশখালী থানায় আটটি মামলা রয়েছে বলে জানান ওসি প্রদীপ কুমার দাস।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১