আপডেট : ১৩ August ২০১৮
ঈদের নাটকের চিত্রায়ণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জোভান। সম্প্রতি রাজধানীর উত্তরায় নতুন একটি ঈদের নাটকের চিত্রায়ণ শেষ করেছেন তিনি। নাটকের নাম ‘বাবু বিভ্রাট’। সোহাইল রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ। এ নাটকে জোভানের বিপরীতে রয়েছেন তাহমিনা অথৈ। গল্পে দেখা যাবে, মিতুর প্রেমিক আসিফ (জোভান)। মিতুকে ফোর্স করে যাতে তাকে আদর করে বাবু বলে ডাকে। এদিকে রাস্তার মোড়ে নতুন মোবাইল রিচার্জের দোকান দেয় বাবু (মিশু সাব্বির)। দোকানের নাম বাবু স্টোর। বাবু এলাকার এক বড়ভাই কিছুদিন আগে নতুন দোকান দিয়েছেন। আর এখান থেকেই শুরু হয় নানা নাটকীয় ঘটনার। আর সেসব নাটকীয় ঘটনা জানতে হলে অপেক্ষা করতে হবে ঈদুল আজহা পর্যন্ত। জোভান ও অথৈ এ ছাড়া নাটকে আরো অভিনয় করেছেন মিশু সাব্বির, আবদুল্লাহ রানা, ইলোরা গহর, আতিক প্রমুখ। ঈদ উপলক্ষে নির্মিত এ নাটকটি এটিএন বাংলায় প্রচার করা হবে বলে জানা গেছে নির্মাতা সূত্রে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১