বাংলাদেশের খবর

আপডেট : ১৩ August ২০১৮

বড়পুকুরিয়া কয়লা কেলেঙ্কারি

সাবেক পাঁচ এমডিসহ ৮ জনকে দুদকে তলব

বড়পুকুরিয়া কয়লা কেলেঙ্কারি সংরক্ষিত ছবি


বড়পুকুরিয়া কয়লা উত্তোলন কোম্পানির সাবেক পাঁচ ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের উপপরিচালক সামছুল আলম তাদের তলবি নোটিশ পাঠান।

তলব হওয়া সাবেক এমডিরা হলেন সিরাজুল ইসলাম চৌধুরী, মাহবুবুর রহমান, এম আমিনুজ্জামান, প্রকৌশলী খুরশীদুল হাসান এবং কামরুজ্জামান। এ ছাড়া সাবেক ও বর্তমান ৩ মহা-ব্যবস্থাপককেও (জিএম) তলবি নোটিশ পাঠানো হয়েছে। তারা হলেন অবসরপ্রাপ্ত মীর আবদুল মতিন ও বর্তমান মহাব্যবস্থাপক (সারফেস অপারেশন) এবং সাইফুল ইসলাম সরকার। পৃথক নোটিণে তাদের আগামী ১৩ ও ১৪ আগস্ট সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদক সূত্র জানায়, ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ টন কয়লা (বর্তমান বাজারমূল্য ২৩০ কোটি টাকা)  আত্মসাৎ মামলার তদন্ত প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয়েছে। বড়পুকুরিয়া কয়লা উত্তোলন কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিসুর রহমান বাদী হয়ে গত ২৪ জুলাই দিনাজপুরের পার্বতীপুর থানায় মামলা করেন। এতে প্রতিষ্ঠানটির সাময়িক বরখাস্তকৃত ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমেদসহ ১৯ জনকে আসামি  করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১