বাংলাদেশের খবর

আপডেট : ১২ August ২০১৮

পবিত্র ঈদুল আজহা ২২ আগস্ট


বাংলাদেশের আকাশে আজ রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২২ আগস্ট বুধবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বাদ মাগরিব জাতীয় চাঁদ কমিটির এক বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বৈঠকে ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৯ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ২২ আগস্ট (১০ জিলহজ) বুধবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে, সৌদি আরবের আকাশে শনিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ২১ আগস্ট সেখানে ঈদুল আজহা পালন করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১