আপডেট : ১১ August ২০১৮
আরটিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘দেখা হয়ে গেল’। জুয়েল কবিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন জোভান, প্রভা, এফএস নাঈম, টুটুল চৌধুরী প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, নাঈম প্রভাকে নিয়ে বিদেশে ঘুরতে যায়। কিন্তু প্রভা যে বিবাহিত সেটা জানে। তারপরও ভালোবাসার অভিনয় করে। এর কারণ নাঈমের সঙ্গে আসার সময় প্রভা অনেক টাকা নিয়ে আসে। বিদেশে যাওয়ার পর একজন ড্রাইভার ভাড়া করে নাঈম, যে সুযোগ পেলেই প্রভাকে খুন করবে। কিন্তু যখনই খুন করার সুযোগ আসে তখনই কোনো না কোনোভাবে ওই ড্রাইভার বাধা হয়ে দাঁড়ায়। যখন কোনোভাবেই প্রভাকে খুন করা সম্ভব হয় না, তখন নাঈম নিজেই তাকে খুন করার সিদ্ধান্ত নেয়। তারা যে হোটেলে ওঠে সেই হোটেলের রুমেই এ কাজটি করার কথা ভাবে সে। প্রভার ওপরে নাঈম আক্রমণ করলে উল্টো তাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় প্রভা। আর পালানোর সময় রাস্তায় মুখোমুখি হয় জোভানের। জোভানই হচ্ছে প্রভার স্বামী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১