বাংলাদেশের খবর

আপডেট : ১০ August ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর আত্মহত্যা

তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে সংরক্ষিত ছবি


কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের দুই ছাত্র-ছাত্রী আত্মহত্যা করেছেন। আত্নহননকারী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মেয়ে বলে জানা গেছে। আর ছাত্র তার সহপাঠী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রক্টর মাহবুবর রহমান সহপাঠীদের বরাতে জানিয়েছেন। প্রক্টর বলেন, বৃহস্পতিবার রাতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্সের এই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

প্রক্টর মাহবুবর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের সহকর্মী অধ্যাপক আশরাফুল আলমের মেয়ে হেনার লাশ উদ্ধার করা হয় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায়। এরপর রাত সাড়ে ৮টার দিকে মতি মিয়ার রেলগেইট এলাকায় ট্রেনের নিচে হেনার সহপাঠী রুকনুজ্জামান রুকনের মৃত্যু হয়।’

রুকন ও হেনার সহপাঠীদের বরাতে প্রক্টর বলেন, ‘তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে হঠাৎ আসলে কী ঘটেছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।’ পোড়াদহ জিআরপি থানার ওসি আব্দুল আজিজ বলেন, ‘রুকন পোড়াদহ থেকে ছেড়ে যাওয়া গোয়ালন্দগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।’ তবে তিনি বিস্তারিত কিছু বলতে পারেননি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১