বাংলাদেশের খবর

আপডেট : ১০ August ২০১৮

গাইবন্ধায় বাস উল্টে নিহত ২

গাইবান্ধার ধাপেরহাটে যাত্রীবাহী বাস উল্টে চালক ও এক শিশু নিহত হয়েছে। প্রতীকী ছবি


গাইবান্ধার ধাপেরহাটে একটি যাত্রীবাহী বাস উল্টে চালক ও এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১২ যাত্রী। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ধাপেরহাটের আরভি কোল্ড স্টোরের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঢাকার মিরপুর-১১ এর বাসিন্দা রিপন মিয়ার মেয়ে চাঁদনী (১৪) ও বাসের হেলপার পঞ্চগড় জেলার কদরকান্দি এলাকার জাবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম(৩৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অপু পরিবহনের যাত্রীবাহী বাসটিতে চালকের চোখে ঘুম আসে। এসময় যাত্রীরা বার বার বলার পরেও চালক বেপরোয়া ভাবে গাড়ি চালাতে থাকে। বাসটি ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকার ভরসা কোল্ড স্টোরেজের নিকট পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এসময় বাসযাত্রী চাদনী ও হেলপার সাইফুল ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় অন্তত ১২ জন যাত্রী।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১