বাংলাদেশের খবর

আপডেট : ০৯ August ২০১৮

পাকিস্তানে জনপ্রিয় গায়িকাকে গুলি করে হত্যা

নিহত গায়িকা ও অভিনেত্রী রেশমা ছবি : ইন্টারনেট


পাকিস্তানের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী রেশমাকে গুলি করে হত্যা করা হয়েছে। সম্প্রতি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা কালান এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। এ হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে শিল্পীর পলাতক স্বামীকেই খুঁজছে পুলিশ।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত রেশমা নওশেরা কালান শহরের হাকিমাবাদ এলাকায় তার ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। তিনি সন্দেহভাজন হত্যাকারীর চতুর্থ স্ত্রী ছিলেন। তদন্তে পুলিশ জেনেছে, এক ঝগড়ার পর সন্দেহভাজন ওই বাড়িতে প্রবেশ করে ও স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছুড়তে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিজের জনপ্রিয় পশতু গানগুলোর জন্য পরিচিতি পেয়েছিলেন রেশমা। পাশাপাশি পাকিস্তানের বিখ্যাত নাটক ‘জোবাল গোলুনা’য় অভিনয় করেও প্রশংসিত হয়েছিলেন তিনি। চলতি বছর খাইবার পাখতুন খোয়ায় নারী শিল্পীদের ওপর সহিংস আক্রমণের ১৫তম ঘটনা এটি। আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানি এ প্রদেশটিতে কিছুদিন পরপরই এ ধরনের নৃশংস আক্রমণ চলছে। এর আগে ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে একান্ত অনুরোধ প্রত্যাখ্যান করায় এক ব্যক্তি মঞ্চ অভিনেত্রী সুনবুলকে গুলি করে হত্যা করেছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১