বাংলাদেশের খবর

আপডেট : ০৯ August ২০১৮

তারেকের কথায় এফএ সুমনের ‘অভিনয়’

তারেক বিন ফিরোজ ও এফএ সুমন সংরক্ষিত ছবি


‘অভিনয়’ শিরোনামে নতুন একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফএ সুমন। সজীব দাসের সঙ্গীতায়োজনে গানটি লিখেছেন তারেক বিন ফিরোজ। সম্প্রতি মোহাম্মদপুরে সজীব দাসের স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।

গানটি প্রসঙ্গে এফএ সুমন বলেন, দীর্ঘ পাঁচ বছর পর আবারো তারেক বিন ফিরোজের কথায় গান করলাম। ‘অভিনয়’ গানটির কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে। গানটির কথা যেমন সুন্দর তেমনি এর সুর ও সঙ্গীতায়োজন একেবারেই আলাদা। আমার অন্যান্য গানের মতো শ্রোতারা এ গানটি শুনেও নিরাশ হবেন না বলতে পারি।

গীতিকার তারেক বিন ফিরোজ বলেন, সব প্রেমেই কিছু ভিন্ন ভিন্ন গল্প থাকে। এ গানটিও সেরকম একটি ব্যতিক্রম গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এফএ সুমন ভাই গানটি চমৎকার গেয়েছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।

অভিনয় গানটির একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আশরাফ তানজিন। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিউজিক ভিডিওটির শুটিং করা হয়েছে। এতে মডেল হিসেবে ছিলেন ফাতেমা, ফারহান ও মুন্না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১