বাংলাদেশের খবর

আপডেট : ০৯ August ২০১৮

গান ম্যান জাহিদ হাসান

অভিনেতা জাহিদ হাসান সংরক্ষিত ছবি


জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। চরিত্রের প্রয়োজনে প্রতিনিয়তই নিজেকে ভেঙে চলেছেন তিনি। যে কারণে এখনো ভাটা পড়েনি তার জনপ্রিয়তায়। এবার ঈদের নাটকে ‘গান ম্যান’ হয়ে আসছেন তিনি। শৌর্য দীপ্ত সূর্যের রচনা ও পরিচালনায় ‘গান ম্যান’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করছেন জাহিদ হাসান।

নাটকের গল্পে দেখা যাবে, গান (বন্দুক) দিয়ে বিশ্বজয় করা যায় কিন্তু গান (সঙ্গীত) দিয়ে মানুষের মন জয় করা যায় এটা বিশ্বাস করে সবুজ। নিজেকে সে ভেরি স্পেশাল মনে করে। স্পেশাল ভাবার অবশ্য একটা কারণ আছে সবুজের। সেটা হচ্ছে গান। বাংলা সিনেমার খুব কমই গান আছে যেটা সে জানে না। প্রতিটি কথাই সে শুরু করে কোনো না কোনো গান দিয়ে। কোনো কিছুর উপমা সে দেয় গান দিয়ে। কথায় কথায় সে গান ব্যবহার করে। গ্রামের কোনো লোক কোনো বিপদে পড়ে তার কাছে এলেও সে একটা গানের লাইন দিয়ে উপদেশ দেয়। এই জন্য গোটা গ্রামের লোক তাকে ‘গান ম্যান’ বলেই ডাকে।

এদিকে, পাশের গ্রামে দিলপাশা নামে একজন কোটিপতি ব্যবসায়ী কিছু জমি কেনার জন্য আসে। তার সঙ্গে সার্বক্ষণিক লাল মিয়া নামের একজন গান ম্যান থাকে। লাল মিয়া গোপনে সংবাদ পায়, একদল সন্ত্রাসীর হাতে তার মনিব দিলপাশা দলবলে খুন হবে। জীবনের ভয়ে লাল মিয়া পালিয়ে যাওয়ার সময় দেখা হয় সুবজের  সঙ্গে। দুজনেই দুজনকে দেখে অবাক হয়ে যায়। কারণ তাদের দুজনের চেহারা প্রায় একই রকম। লাল মিয়া সবুজকে কৌশলে রাজী করায়। লাল মিয়া হয়ে যায় গ্রামের গান ম্যান আর সবুজ হয়ে যায় ব্যবসায়ী দিলপাশার অস্ত্রধারী গান ম্যান। এরপর ঘটতে থাকে নানান ধরনের মজার মজার সব ঘটনা।

জাহিদ হাসান ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন আলীরাজ, নাজিয়া হক অর্ষা, তারিক স্বপন, রাশেদা চৌধুরী ও এমিলা হক। ঈদের তৃতীয় দিন রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১