বাংলাদেশের খবর

আপডেট : ০৯ August ২০১৮

গোয়েন্দা নজরে অর্ধশত ফেসবুক-টুইটার আইডি

আছেন কয়েকজন অভিনয়শিল্পীও

সিআইডি ও একাধিক গোয়েন্দা সংস্থা অর্ধশত ফেসবুক ও টুইটার আইডির মালিক-অ্যাডমিনদের চিহ্নিত করেছে সংরক্ষিত ছবি


নিরাপদ সড়ক নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে এক সপ্তাহ ধরে রাজপথ দখলে রাখা শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে। এখন চলছে সামাজিক মাধ্যমে ‘গুজব ছড়ানো’ ব্যক্তির আইডি ও পেজগুলোর অ্যাডমিনদের খুঁজে বের করার কাজ। সিআইডি ও একাধিক গোয়েন্দা সংস্থা অর্ধশত ফেসবুক ও টুইটার আইডির মালিক-অ্যাডমিনদের চিহ্নিত করেছে। এর মধ্যে কয়েকজন অভিনয়শিল্পীও আছেন। তাদের গতিবিধির ওপর কড়া নজরদারি করছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সদস্যরা। যেকোনো সময় এসব অভিনয়শিল্পীকে গ্রেফতার করা হতে পারে।

পুলিশের কর্মকর্তারা বলছেন, মৃত্যু, চোখ উৎপাটন ও ধর্ষণের মতো মিথ্যা তথ্য প্রচার করে শিক্ষার্থীদের আন্দোলনকে যারা সহিংস করে তুলেছে তাদের খুঁজে বের করার কাজ চলছে। এজন্য তারা প্রাথমিকভাবে ফেসবুকের দুশটির মতো অ্যাকাউন্টকে সন্দেহ করেছিলেন। কিন্তু গত দুদিনের তদন্তের পর এখন এই সংখ্যা এখন অর্ধশততে নেমে এসেছে। এই অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে তারা উসকানিমূলক তথ্য প্রচারকারী ও গুজব রটনাকারীদের খুঁজে বের করা হবে। পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে কিছু ফেসবুক পেজ, ফেসবুকে ও টুইটারে ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং কিছু অনলাইন পোর্টাল। এর মধ্যে কয়েকজন অভিনয়শিল্পীর নামও রয়েছে। যারা ছোটপর্দা এবং বড়পর্দায় কাজ করেন।

পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম বাংলাদেশের খবরকে জানান, চিহ্নিত অভিনয়শিল্পীদের অপরাধের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলনের ডাক দেওয়া একটি গণতান্ত্রিক বিষয়। কিন্তু কিছু লোক যখন মিথ্যা গুজব ছড়িয়ে ফেসবুকের অপব্যবহার করে সহিংসতায় প্ররোচনা দেয়, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা জরুরি হয়ে পড়ে। 

ইতোমধ্যে গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী নওশাবা ও আলোকচিত্রী শহীদুল আলমসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা পুলিশ ও পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা এর নেপথ্যে আরো কেউ জড়িত আছে কি না, সেটা বের করার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ২৮ আইডির বিরুদ্ধে গত ২ আগস্ট রাজধানীর রমনা থানায় ওই মামলা করা হয়। ওই আইডিগুলো থেকে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করে কোমলমতি শিশুদের মনকে নষ্ট করে তাদের খারাপ কাজের জন্য উৎসাহিত করার অভিযোগ আনা হয়। মামলার এজাহারে উল্লেখ করা আইডিগুলোর মধ্যে রয়েছে, জুমবাংলা নিউজপোর্টাল, বিএনপি সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ, অ্যাক্সিডেন্ট নিউজ, বাংলামেইল ৭১, বাঁশেরকেল্লা, ফাইট ফর সারভাইভার্স রাইট, ফাঁকিবাজ লিংক, আন্দোলন নিউজ। এ ছাড়া টুইটার আইডিগুলো হচ্ছে- রানা মাসুম-১, নওরিন-০৭, দিপু খান বিএনপি, ইদ্রিস হোসেইন, এম আল আমিন-৯৯, বিপ্লবী কাজী, নাসিফ ওয়াহিদ ফায়জাল।

উসকানির ও গুজব ছড়ানোর বিষয়ে গত শনিবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, গোয়েন্দা ও সোশ্যাল মিডিয়ার তথ্যে জানা গেছে শিক্ষার্থীদের এই আন্দোলনকে রাজনীতিকীকরণ করার চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১