বাংলাদেশের খবর

আপডেট : ০৯ August ২০১৮

রাষ্ট্রীয় খরচে হজে ৩৪১ জন

ব্যয় ১১ কোটি টাকার বেশি

৯ আগস্ট থেকে সৌদি আরব যাবেন তারা; ফিরবেন ১৭ সেপ্টেম্বর থেকে সংরক্ষিত ছবি


চলতি বছর রাষ্ট্রীয় খরচে হজযাত্রী হচ্ছেন ৩৪১ জন। প্যাকেজ-২-এর সুযোগ-সুবিধা পাবেন তারা। এতে যাত্রীপ্রতি ব্যয় হবে ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এ হিসাবে মোট খরচ হবে ১১ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৩৭৭ টাকা।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিবছর বাংলাদেশ থেকে সরকার মনোনীত নির্দিষ্টসংখ্যক মুসলমানকে রাষ্ট্রীয় খরচে পবিত্র হজ পালনের জন্য পাঠানো হয়। এ বছর মনোনীত ৩৪১ জনের মধ্যে প্রথম দফায় ৮৬ জন এবং দ্বিতীয় দফায় ২২৯ জনের নাম চূড়ান্ত করা হয়। বিমানের ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে আজ ৯ আগস্ট থেকে সৌদি আরব যাবেন তারা; ফিরবেন ১৭ সেপ্টেম্বর থেকে। এছাড়া ধর্মমন্ত্রীর সুপারিশে ২৬ জনকে হজে পাঠানোর জন্য মনোনীত করেছে সরকার। আগামী ১৫ আগস্টের মধ্যে তারা ঢাকা ছাড়বেন।

ধর্ম মন্ত্রণালয় প্রথম দফায় গত ২৪ জুলাই যে ৮৬ জনের তালিকা প্রকাশ করে তাদের মধ্যে ৪৬ জন সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। এই তালিকায় প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের ৩৬ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম, খাদেম, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। গত ৩০ জুলাই দ্বিতীয় দফায় ২২৯ জনের তালিকা প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছেন রাষ্ট্রপতির কার্যালয়ের ১৫ জন কর্মচারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন কর্মচারী, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, মাদরাসা শিক্ষক, মসজিদের ইমাম ও খতিব, সরকারপন্থি সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন জেলার নেতা এবং বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপিতে জানানো হয়, রাষ্ট্রীয় খরচের হজযাত্রীদের ভ্রমণ ব্যয় চলতি অর্থবছরে ধর্ম মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের বাইরে হজ বাবদ ব্যয়’ খাতে বরাদ্দকৃত অর্থ থেকে বহন করা হবে। খাওয়ার খরচ ৩০ হাজার টাকা ছাড়া অন্য কোনো ব্যয় বা ভাতা প্রাপ্য হবেন না তারা। তালিকায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সৌদি আরবে অবস্থানকালে নিজ নিজ কর্মস্থল থেকে বাংলাদেশের স্থানীয় মুদ্রায় বেতন-ভাতা প্রাপ্য হবেন।

এদিকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের হজ প্রতিনিধিদল গঠন করা হয়েছে সৌদি আরবে হজ ব্যবস্থাপনা কাজের সার্বিক তত্ত্বাবধানের জন্য। বিমানের ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে প্রতিনিধিদল ১২ আগস্ট বা নিকটবর্তী সময়ে সৌদি আরব যাবে এবং ২৭ আগস্ট বা নিকটবর্তী সময়ে ফিরে আসবে। এ প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ খরচে স্বামী/স্ত্রীকে পবিত্র হজ পালনে সঙ্গে নিতে পারবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১