বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০১৮

আইনে পরিবহণ সমিতির স্বার্থ রক্ষা হয়েছে - ইলিয়াস কাঞ্চন

সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন সংরক্ষিত ছবি


নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, মন্ত্রিসভায় অনুমোদিত নতুন সড়ক পরিবহন আইনকে অগ্রহণযোগ্য আখ্যা নতুন এই আইনে সড়কে মৃত্যুর মিছিল থামবে না। আর পরিবহণ মালিক সমিতির দাবি, প্রস্তাবিত আইনে মালিক, শ্রমিক, যাত্রী- সকলের স্বার্থ রক্ষা হয়েছে।

পরিবহন আইনের যে খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে, তার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে মনে করেন নিরাপদ সড়ক চাই এর সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, গত ২৫ বছর ধরে তারা যে সকল পরামর্শ দিয়ে আসছেন, তার কিছুই রাখা হয়নি নতুন এই আইনে।

এদিকে পরিবহন মালিকদের মতে, নতুন আইনে সহকারি থেকে চালক হবার পথটি বন্ধ হয়েছে। আর, নতুন আইন বাস্তবায়নে দেশের সকল সড়ক চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছে পরিবহন শ্রমিক নেতারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১