বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০১৮

আদিবাসীদের বাস আনারসের চাষ মধুপুরে

মধুপুরের আনারস সংরক্ষিত ছবি


বাংলাদেশের সবচেয়ে বেশি আনারস জন্মে মধুপুরে। এজন্য মধুপুরকে আনারসের রাজধানী বলা হয়ে থাকে। এ এলাকায় আনারস চাষের যাত্রা শুরু হয় ইদিলপুর গ্রামে গারো সম্প্রদায়ের মিসেস ভেরেনার মাধ্যমে। তিনি ভারতে আসাম থেকে গরুর গাড়িতে আনারসের চারা এনে তার বাড়িতে রোপণ করেন। আনারসের চারা রোপণ করতে হয় কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত। চারা ভালো হলে ১৮ মাসে ফল আসে। ছোট চারা রোপণ করলে ২-৩ বছর পর গাছে আনারস ধরে। আনারস ধরার আগে বাগানে নিড়ানি দিয়ে সার দিতে হয় প্রয়োজনমতো। আধিবাসীরা মুলত আনারসের চাষ বেশি করেন। গড় এলাকার যেদিকে যাবেন সেদিকে আনারস বাগান পাওয়া যাবে। শালবনের চারদিকে রয়েছে আনারসের বাগান। যখন গাছে আনারস ধরবে তখন দেখলে আরো সুন্দর লাগে। দেখে চোখ জুড়িয়ে যায়। বৈশাখ মাস থেকে আনারস পাকা শুরু হয়। বৃষ্টির সময় বেশি আনারস পাকে।  ইদিলপুর গ্রামে গড়ে উঠেছে আনারস চাষি সমিতি। পাঁচ মাস থাকে আনারস বিকিকিনির ব্যস্ততা। রাত-দিন থাকে বাজারের ব্যস্ততা। সবচেয়ে আনারসের বড় বাজার জলছত্র ও গারো বাজার। সকাল থেকে শুরু হয় বেচাকেনা। এ সময় মধুপুরে আনারসকে ঘিরে এলাকার কৃষক, শ্রমিক, কুলি, চাষি, ব্যবসায়ী, ড্রাইভারদের ব্যস্ত সময় অতিবাহিত হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১