বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০১৮

নওশাবার পাশে শিল্পী সংঘ

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ সংরক্ষিত ছবি


গুজব ছড়ানোর অভিযোগে আটক অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদের পাশে তার সহকর্মীরা আছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি জানান, তার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ।

এ প্রসঙ্গে নাসিম বলেন, ‘যোগাযোগ করার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি সে কেমন আছে। বিষয়টি একটু সেনসিটিভ ইস্যু। তার বিষয়টি সাইবার ক্রাইমের মধ্যে পড়েছে। তথ্য ভালো করে না জেনে লাইভে এসে সে বোকামি করেছে। কলিগ হিসেবে সবাই তার সম্বন্ধে ভালো ধারণাই পোষণ করে। সে আবেগী, প্রগতিশীল। তারপরও সে যেটা করেছে সেটা ভুল, এটা তার করা ঠিক হয়নি।’

নাসিম বলেন, ‘এতদিন মানবিক কাজে তাকে সবাই পাশে পেয়েছে, মানবিক কাজে সব সময় তাকে দেখা গেছে। আইনের লোকের হাতে যেহেতু সে এখন আছে তাই এর চেয়ে বেশি কথা বলা ঠিক না। তারা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবে। আমার বিশ্বাস সে এই কাজটা ইমোশনালি করেছে। গভীরে কী আছে সেই বিষয়ে তো আমরা কিছু বলতে পারব না।’

আহসান হাবিব নাসিম আরো জানান, নওশাবার পরিবারের সঙ্গে তাদের কথা হয়েছে। তারা নিয়মিত খোঁজখবর রাখার চেষ্টা করছেন।

গত শুক্রবার রাতে নওশাবার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করেছে র‍্যাব। পরে উত্তরা পশ্চিম থানার পুলিশ নওশাবাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঝিগাতলায় গত শনিবার নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলা হয়েছে দাবি করে ফেসবুকে লাইভ করেন কাজী নওশাবা আহমেদ। পরে তার দাবির সত্যতা পাওয়া যায়নি। ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গত শনিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব-১-এর কার্যালয়ে নেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১