বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০১৮

রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সংরক্ষিত ছবি


পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণ দিবস। গতকাল সোমবার দেশের বিভিন্ন জায়গায় নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে দিবসটি পালন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা পর্বে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বেগম আকতার কামাল।

আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে ‘আগুনের পরশমণি’ ও ‘আকাশ ভরা সূর্য তারা’ গানের কথায় সমবেত নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘উড়িয়ে ধ্বজা/ধ্বনিল আহ্বান’, ওয়ার্দা রিহাবের পরিচালনায় ‘হিংসায় উন্মত্ত পৃথিবী’ এবং ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশিত হয়। ‘এই করেছো ভালো নিঠুর হে’ এবং ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ গানের কথায় একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুষ্মিতা আহমেদ বর্ণা। ‘আরও কত দূরে আছে সে’ গানের কথায় শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, ‘দ্বীপ নিভে গেছে মম’ গানের কথায় শিল্পী ইফফাত আরা দেওয়ান, ‘আমার সকল দুঃখের প্রদীপ’ গানের কথায় শিল্পী কমলিকা চক্রবর্তী, এ ছাড়াও একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বুলবুল ইসলাম ও সেমন্তি মঞ্জরী। ‘কবে আমি বাহির হলেম তোমারি’ গান গেয়ে এবং ‘আজি বরিষণ মুখরিত শ্রাবণরাতি’ গানের কথায় সমবেত সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা। একক আবৃত্তি পরিবেশন করেন শিল্পী সৈয়দ হাসান ইমাম।

এ ছাড়া বাংলা একাডেমিসহ শিলাইদহ, পাবনা ও নাটোরে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১