বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০১৮

সেপটিক ট্যাঙ্কে একে একে প্রাণ গেল ৩ শ্রমিকের

সেপটিক ট্যাঙ্ক সংরক্ষিত ছবি


নরসিংদীতে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কে নেমে আর উঠতে পারেননি তিন শ্রমিক। একে একে মারা যান সবাই। এ সময় গুরুতর আহত হন আরো একজন। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরের বিলাসদী ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজ, রমিজ ও রাকিব। তাদের মধ্যে একজনের বাড়ি নেত্রকোনা বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। গুরুতর অসুস্থ কামালকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, বিলাসদী ব্যাংক কলোনি এলাকার নির্মাণাধীন ওই বাড়িতে কয়েক দিন আগে সেপটিক ট্যাঙ্কের ছাদের ঢালাই দেওয়া হয়। গতকাল দুপুরে ট্যাঙ্কের ভেতরের কাঠ ও বাঁশ খোলার জন্য রমিজ নামে এক শ্রমিক ভেতরে প্রবেশ করেন। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে রাকিব নামে আরো এক শ্রমিককে পাঠানো হয়। তারও কোনো শব্দ নেই। সর্বশেষ বাড়ির ঠিকাদার সিরাজ সেখানে যান। তিনজনের কারো কোনো সাড়া না পেয়ে এক শ্রমিক ট্যাঙ্কের ভেতরে মাথা দিয়ে উঁকি দেন। এ সময় তিনিও গুরতর অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এ বাহিনীর তিনটি ইউনিট যৌথভাবে ট্যাঙ্কের ছাদ ভেঙে চারজনকে উদ্ধার করে। তাদেরকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কত্যর্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, বন্ধ সেপটিক ট্যাঙ্কে প্রচুর পরিমাণে বিষাক্ত মিথেনাইল গ্যাস জমা হয়েছিল। তাই তারা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. এমএন মিজানুর রহমান বলেন, হাসপাতালে তিনজনকে মৃত হিসেবে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অক্সিজেনের অভাব ও বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১