বাংলাদেশের খবর

আপডেট : ০৬ August ২০১৮

পদোন্নতি পেলেন আছাদুজ্জামান মিয়া

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সংরক্ষিত ছবি


ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া গ্রেড-১ (সচিব পদমর্যাদা) এ পদোন্নতি পেয়েছেন।

আজ সোমবার ডিএমপি কমিশনারকে মো. আছাদুজ্জামান বিপিএম(বার), পিপিএম গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে তাকে এ পদোন্নতি প্রদান করা হয়েছে। 

উল্লেখ্য, ৭ জানুয়ারি, ২০১৫ সাল থেকেই মোঃ আছাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৫ সালে সহকারি পুলিশ সুপার(বিসিএস) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তাঁর চাকরি জীবনে পুলিশ সুপার হিসেবে সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল জেলায় এবং ডিআইজি হিসেবে খুলনা রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জ, ঢাকা রেঞ্জ ও হাইওয়ে রেঞ্জে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১