আপডেট : ০৬ August ২০১৮
এবার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের। গতকাল দুপুরে এমনটাই জানিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি বলেন, ‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় আসবেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। গতকাল রাতে চুক্তিপত্রের স্বাক্ষর করার কথা রয়েছে তাদের। ২৭ আগস্ট ছবির মহরত অনুষ্ঠিত হবে। ছবিতে আরো কিছু চমক থাকছে। সেটি মহরতে ঘোষণা দেওয়া হবে। ২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকী’ ছবিতে অভিনয় করার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বাদশা’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘বিরতির পর অভিনয়ে ফিরছি এটা নিশ্চিত। কয়েকটি ছবি নিয়ে কথা হচ্ছে। শাহেনশাহ ছবিটি নিয়েও কথা হচ্ছে, তবে এখনো সাইন হয়নি। তার আগে ছবিটি নিয়ে কিছু বলতে চাই না।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১