বাংলাদেশের খবর

আপডেট : ০৬ August ২০১৮

যশোরের রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা

যশোরের রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা সংরক্ষিত ছবি


যশোরের ঝিকরগাছায় রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। সেই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা জানানো হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য (যশোর-২) মনিরুল ইসলাম মনির। প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম মনির বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার মান উন্নয়নের জন্য সরকার বিনামূল্যে কোটি কোটি পাঠ্যপুস্তক বিতরণ করেছে। শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য উপবৃত্তি চালু করেছে। তিনি বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণসহ সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির সাফল্যের বর্ণনা দেন।

সংসদ সদস্য মনির ঝিকরগাছা-চৌগাছার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞানসহ উন্নয়নের সব ক্ষেত্রে তার সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার করেন।

সংসদ সদস্য মনির রত্নগর্ভা মায়েদের এ সাফল্যের জন্য অভিনন্দন জানান। সন্তানের সাফল্যের জন্য মায়েদের ত্যাগ ও পরিশ্রমের কথা স্বীকার করেন।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীও রত্নগর্ভা মা। তার দুই সন্তান জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছে তা বাংলাদেশের জন্য গর্ব ও আনন্দের। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অনুসরণে নিজ নিজ সন্তানকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি এ অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ প্রমুখ।

কৃতী শিক্ষার্থী সুস্মিতা রায় ও শাকিল হোসেন অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আজকের এ অনুষ্ঠান আমাদের জন্য আনন্দের ও গর্বের। এ অনুষ্ঠানের মাধ্যমে যে সম্মান দেওয়া হলো তা আমাদের এগিয়ে যাওয়ার পথে প্রেরণা জোগাবে।’ রত্নগর্ভা মা আমেনা সুলতানা তার বক্তব্যে বলেন, ‘আজকের এ দিনটি আমাদের জন্য আনন্দের ও গর্বের।’ সন্তানের সাফল্যে সম্মানিত হয়ে তারা নিজেদের জীবনকে ধন্য মনে করেন। তারা আয়োজকদের এ অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, জনমুখী প্রশাসনের কাজ জনগণের সেবা ও এলাকার উন্নয়ন। এ দায়বদ্ধতার জায়গা থেকে আজকের এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএসএম জিল্লুর রশিদের নির্দেশনা ও পরিচালনায় অনুষ্ঠান উপস্থাপনা করেন ঝিকরগাছা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জাকিয়া ও তানজিমা।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ থেকে ১৫ জন দরিদ্র মেধাবী ছাত্রীকে বাইসাইকেল, ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার প্রদত্ত বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০ ছাত্রীকে হাইজেনিক কিট্স, জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও ছাত্রছাত্রীদের পুরস্কার, রত্নগর্ভা ১০০ মা-কে সম্মাননা উপহার প্রদান করা হয় আলোচনা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১