বাংলাদেশের খবর

আপডেট : ০৬ August ২০১৮

না.গঞ্জে দুই ট্রাক পিষে মারল অজ্ঞাত ব্যক্তিকে

নারায়ণগঞ্জে রোববার দুপুরে দুই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে প্রতীকী ছবি


নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে গতকাল রোববার দুপুরে বেপরোয়া গতির দুই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। ওই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিমরাইল মোড় ট্রাক টার্মিনালের সামনে রোববার দুপুর ১টায় দুই ট্রাকের (ঢাকা মেট্রো ট ১১-৯৭০২ ও ঢাকা মেট্রো ট ১৪-২৬১০) চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তি নিহত হন। তিনি কোনো একটি ট্রাকের চালকের সহকারী ছিলেন বলে ধারণা বিক্ষোভকারী শ্রমিকদের।

দুই ট্রাকচাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুস সাত্তার জানান, শ্রমিকরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে তাদের সরিয়ে দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১