বাংলাদেশের খবর

আপডেট : ০৪ August ২০১৮

জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা

রাজধানীর ধানমণ্ডির জিগাতলা মোড়ে শিক্ষার্থীদের ওপর হামলায় আহত এক ছাত্র ছবি: সংগৃহীত


রাজধানীর ধানমণ্ডির জিগাতলা মোড়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শরীরা জানায়, নিরাপদ সড়কের দাবিতে গত কয়েকদিনের মতো শনিবারও ধানমণ্ডির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে গাড়ির কাগজপত্রসহ লাইসেন্স পরীক্ষা করছিল। দুপুর ২টার দিকে লাঠি হতে একদল যুবক জিগাতলা মোড়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারী ও শিক্ষার্থীদের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়। এতে আহত হয় বেশ কয়েকজন।

উল্লেখ, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বাসচাপায় নিহত হয় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী।  এ ঘটনায় রাজপথে নেমে ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা গাড়ি চালকদের লাইসেন্স চেক করতে থাকে। অন্যান্য দিনের মতো আজও ঢাকায় এ অভিযান চালাচ্ছে শিক্ষার্থীরা।শিক্ষামন্ত্রী বলেন,  শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন শুরু হলে তাদের ক্ষোভ কমে আসবে। তখন শিক্ষার্থীরা ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করবে। এছাড়া খুনি চালকদের শাস্তি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকেও চাপ অব্যাহত রাখা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১