বাংলাদেশের খবর

আপডেট : ০৪ August ২০১৮

হত্যার আগের দিন যারা দেখা করেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর্ট : রাকিব


বঙ্গবন্ধু হত্যার আগে সর্বশেষ দিন ১৪ আগস্টের তালিকায় আছে অনেক নাম, যাদের স্বরূপ উন্মোচিত হয় ভয়াবহ ১৫ আগস্টের পর।

১৪ আগস্টের দিকে চোখ বুলালে দেখা যায় দিনটি ছিল বৃহস্পতিবার। সকাল ৯টা ৪৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক চুং হির বিশেষ দূত সাক্ষাৎ করেন। সকাল ১০টায় দেখা করেন নৌবাহিনী প্রধান, যিনি ১৫ আগস্ট সকালে বাংলাদেশ বেতারে গিয়ে খন্দকার মোশতাকের প্রতি আনুগত্যের ঘোষণা দেন অন্য বাহিনী প্রধানদের সঙ্গে।

ওইদিন সকাল সাড়ে ১০টায় খুনিদের অন্যতম সহযোগী বেতার ও তথ্য প্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুর এবং বেলা ১১টায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী চট্টগ্রামের পটিয়ার নুরুল ইসলাম চৌধুরী ও বিমানবাহিনীর প্রধান এ কে খন্দকার দেখা করেন। তাদের ওই সাক্ষাতের ১৮ ঘণ্টা পর বঙ্গবন্ধু মুজিব খুন হন। বিমানবাহিনী প্রধান এ কে খন্দকার ১৫ আগস্ট সকালে মোশতাকের প্রতি আনুগত্য ঘোষণা করেন। প্রথমে প্রতিমন্ত্রী ও পরে মোশতাকের মন্ত্রী হন তিনি। বেলা সাড়ে ১১টায় দেখা করেন জাতীয় লীগ সভাপতি আতাউর রহমান খানের দুই মেয়ে। তাদের স্বামীরা এবং সহোদররা পরে বিএনপিতে যোগ দেয়।

বিকাল ৫টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মতিন চৌধুরী দেখা করে পরদিন সমাবর্তন আয়োজন সম্পর্কে বঙ্গবন্ধুকে অবহিত করেন। সন্ধ্যা ৬টায় শিক্ষামন্ত্রী প্রফেসর মোজাফফর আহমদ চৌধুরী ও শিক্ষা সচিব সাক্ষাৎ করেন। ড. মোজাফফর পরে রাষ্ট্রপতি জিয়ার শিক্ষা উপদেষ্টা হয়েছিলেন। সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টায় সাক্ষাৎ করেন সংসদ সদস্য অধ্যাপক আজরা আলী এবং শ্রীমতি সুপ্রভা মাঝি। আজরা আলী মোশতাকের ডেমোক্র্যাটিক লীগের নেতা হয়েছিলেন। সুপ্রভা সম্পর্কে পরে আর কিছু জানা যায়নি। অনুমান করা যায়, আজরা আলী সেদিন বঙ্গবন্ধুর কাছ থেকে হয়তো এমন তথ্য নিয়েছেন, যা হত্যাকারীদের পরিকল্পনায় কাজে লেগেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১