আপডেট : ০৪ August ২০১৮
শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দলীয় নেতাকর্মীদের সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভায় তিনি এ আহ্বান জানান। বৈঠক সূত্রে জানা গেছে, ছাত্ররা আবারো মাঠে নামলে তাদের কার্যক্রম মনিটরিংয়ের জন্য আওয়ামী লীগ নেতাদের মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নেবে। শিক্ষার্থীরা আসলে কী চায় সে বিষয়টি মনিটরিং করবে। পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যৌথসভা শেষে সাংবাদিকদের সামনে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘উসকানির ফাঁদে পা দিও না।’ তিনি আরো বলেন, ‘সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকদের সহযোগিতা কামনা করছি।’ একই সঙ্গে শিক্ষার্থীদের রাজপথ থেকে ঘরে ও নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নেওয়ারও অনুরোধ জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে শিক্ষার্থীদের দাবিগুলোর বিষয়ে মনিটরিং করছেন। আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে পরিবহন খাতে শৃঙ্খলা আনতে নতুন আইনের খসড়া চূড়ান্ত করে আগামী সংসদ অধিবেশনে তা পাস করার জন্য উত্থাপন করা হবে।’ রাজনৈতিক অশুভ তৎপরতার মাধ্যমে যাতে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান সড়ক পরিবহনমন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যে অশ্লীল ভাষায় যেভাবে সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়, তা শোভনীয় নয়। কোনো অশুভ মহল হয়তো তাদের ওপর ভর করছে। কোথা থেকে খাবার এসেছে, কারা খাবার সরবরাহ করছে, তা আমাদের জানা আছে।’ ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের ৯ দফা যৌক্তিক দাবি ইতোমধ্যে মেনে নেওয়া হয়েছে। তাই সবাইকে সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়, সে জন্য পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগ নেতা বলেন, ‘রাস্তায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় জনগণের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আশা করি, শিগগিরই এই দুর্ভোগের অবসান হবে।’ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সামনে রেখে কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে, সেজন্য সব নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ জানান কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, মহানগর উত্তর ও দক্ষিণের সব থানা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম, হাবিবুর রহমান সিরাজ, আখতারুজ্জামান, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনসহ ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১