বাংলাদেশের খবর

আপডেট : ০৩ August ২০১৮

গতকালও রাজপথে তারকারা

বেশ কয়েকজন শোবিজ তারকা রাস্তায় নেমে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সংরক্ষিত ছবি


রাজধানীর এয়ারপোর্ট সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় এখন গোটা দেশ উত্তাল। দেশজুড়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে বিক্ষোভ ও মিছিল করছে। নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনে সমর্থন দিচ্ছে দেশের প্রায় সব মানুষ।

দেশের এমন পরিস্থিতিতে চুপ করে নেই তারকারাও। নিজ নিজ অবস্থানে থেকে তারাও প্রতিবাদ জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন এই আন্দোলনের রেশ। শুধু তাই নয়, এবার তারা রাজপথেও নেমে এসেছেন।

এরই মধ্যে বেশ কয়েকজন শোবিজ তারকা রাস্তায় নেমে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। স্লোগান দিচ্ছেন নিরাপদ সড়কের দাবিতে। এর মধ্যে আছেন নওশীন, মৌ শিখা, হিল্লোল, শবনম ফারিয়া, রওনক হাসান, নাদিয়া, মুনিরা মিঠু, নির্মাতা সাজ্জাদ সুমন, সাগর জাহানসহ অনেকেই।

এ ছাড়াও প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্ট্যাটাস ও পোস্ট দিয়ে শিক্ষার্থীদের উৎসাহ জোগাচ্ছেন অনেক তারকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১