আপডেট : ০৩ August ২০১৮
রাজধানীর মিরপুরে গতকাল বৃহস্পতিবার নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। শিক্ষার্থীরা বলছে, পুলিশ ও কিছু যুবক ইটপাটকেল ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। শহীদ পুলিশ স্মৃতি কলেজের এক শিক্ষার্থী বলেন, বিকাল ৪টার দিকে মিরপুর ১৪ নম্বরে তাদের জমায়েত স্থলে পুলিশ এসে হেনস্তা করা শুরু করে। এরপর পুলিশের সঙ্গে পরিচয়পত্র ছাড়া কিছু যুবক এসে শিক্ষার্থীদের গায়ে হাত তোলে। ধাওয়া দেয়। শিক্ষার্থীরা তখন মিরপুর ১০ নম্বরে অবস্থান নেয়। তাদের অভিযোগ, পুলিশ ও স্থানীয় যুবকরা মিলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। তবে তারা পথ ছাড়েনি। নাম প্রকাশ না করে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলাম। পুলিশ হঠাৎ এসে আমাদের লাঠিপেটা শুরু করে। পরে তাদের সঙ্গে স্থানীয় যুবলীগও যোগ দেয়।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১