বাংলাদেশের খবর

আপডেট : ০২ August ২০১৮

বিশেষ নাটক ‘চেহারা’

নাটকটিতে অভিনয় করেছেন রওনক হাসান, সুমাইয়া শিমু প্রমূখ সংরক্ষিত ছবি


মাসফি ও কাজলের সম্পর্ক দীর্ঘ দিনের। বিয়েও ঠিক হয়ে আছে। কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরাতে চায় আজরা নামে একজন। সেও মাসফিকে ভালোবাসে। তবে সেটা আজরার তরফ থেকে একতরফা। কাজল বেশ বিনয়ী মেয়ে, যা দেখে মুগ্ধ হয় মাসফি। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের অনুষ্ঠানও সম্পন্ন হয়। কিন্তু বাসর রাতে ঘটে বিপত্তি। কারণ কাজলের আচার-আচরণ পুরোই বিপরীতমুখী। কথাবার্তায়ও আগের মতো মিল নেই। মাসফি ও তার পরিবার বেশ বেকায়দায় পড়ে যায়। তাদের ধারণা এই মেয়েটি আসল কাজল নয়। কাজল রূপে অন্য কেউ। তাহলে আসল কাজল কে? এভাবেই চলতে থাকে ‘চেহারা’ নাটকের গল্প।

আহসান হাবিব সকালের রচনা ও দীপু হাজরার পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, রওনক হাসান, সুমাইয়া শিমু, নাফিজা চৌধুরী নাফা, মীর শহীদ, রাশেদা রাখী, রবিন, সোহানা সীমা, খালেদ সোহান, নিথর মাহবুব প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন খালেদ সোহান। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১