বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০১৮

মিউজিক ক্লাবে কণ্ঠশিল্পী বিউটি

কণ্ঠশিল্পী বিউটি সংরক্ষিত ছবি


বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাবের আজকের অতিথি কণ্ঠশিল্পী বিউটি। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।

মিউজিক ক্লাবের এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।

বিপ্লব জানান, দর্শকের চাহিদা বিবেচনায় রেখে অনুষ্ঠানের প্রতি পর্বে আলাদা আলাদা অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। তারই অংশ হিসেবে এবারের পর্বে কণ্ঠশিল্পী বিউটিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিউটির কণ্ঠে গাওয়া গানগুলো দর্শক-শ্রোতাদের বিমোহিত করবে বলে বিশ্বাস করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১