বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০১৮

রবীন্দ্র প্রয়াণ দিবসে দুই নাটক

‘শেষের কবিতা’ নাটকে অনন্ত হীরা ও নূনা আফরোজ সংগৃহীত ছবি


আসছে ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এ উপলক্ষে প্রাঙ্গণেমোর নাট্যদল দুটি নাটক মঞ্চায়ন করছে। দুটি নাটকেই নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। ৫ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতা অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’ এবং ৬ আগস্ট মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথকে নিয়ে নূনা আফরোজের লেখা নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’।

‘শেষের কবিতা’ নাটকে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হীরা, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, চৈতালী হালদার, জাহিদ, ঊষা, আশা, রিগ্যান, সীমান্ত, মনির, বিপ্লব, বাঁধন ও টুসি।

‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হীরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১