বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০১৮

ফের বড়পর্দায় হ্যারিসন ফোর্ড

অভিনেতা হ্যারিসন ফোর্ড ছবি : ইন্টারনেট


আবারো ফিরছেন বড়পর্দায় হলিউডের প্রবীণ অভিনেতা হ্যারিসন ফোর্ড। ‘ইন্ডিয়ানা জোনস’, ‘এয়ারফোর্স ওয়ান’, ‘অ্যাপোক্যালিপস নাউ’সহ অসংখ্য জনপ্রিয় ছবির এই অভিনেতা ফিরছেন ঊনবিংশ শতাব্দীর এক কাহিনী নিয়ে। বড় বাজেটের ছবিতে ফোর্ডের কাজ করার খবরটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ছবির নাম ‘কল অব দ্য ওয়াইল্ড’।

জ্যাক লন্ডনের উপন্যাস ‘কল অব দ্য ওয়াইল্ড’ (১৯০৩) অবলম্বনে তৈরি হবে ছবিটি। ১৮৯০ সালের দিকে ক্লনডিক অঞ্চলে সোনার খনিতে সোনা উত্তোলনের যে প্রতিযোগিতা শুরু হয়, সেটার প্রেক্ষাপটেই নির্মিত হবে ছবিটি।

ভ্যারাইটি ম্যাগাজিন জানিয়েছে, ‘ইন্ডিয়ানা জোনস’খ্যাত ফোর্ড এবারের ছবিতে জন থরটন নামের চরিত্রে অভিনয় করবেন। ‘কল অব দ্য ওয়াইল্ড’ ছবিতে জন থরটন মূল্যবান খনিজ পদার্থ সন্ধানকারী।

১৯৩৫ সালে থরটনের চরিত্রে ক্ল্যাক গ্যাবল অভিনয় করেছিলেন। ১৯৭২ সালে একই কাহিনীর ওপর নির্মিত ছবিতে অভিনয় করেছিলেন চার্টন হেসটন। ‘কল অব দ্য ওয়াইল্ড’ ছবিটি পরিচালনা করবেন ক্রিস স্যান্ডার্স এবং চিত্রনাট্য লিখেছেন মাইকেল গ্রিন। এ বছরের সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ২০২১ সালে হ্যারিসন ফোর্ডের ‘ইন্ডিয়ানা জোনস-৫’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১