বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০১৮

বিশেষ সাক্ষাৎকার

ময়মনসিংহকে পরিপূর্ণ বিভাগ হিসেবে গড়তে চাই

মাহমুদ হাসান বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ সংগৃহীত ছবি


মাহমুদ হাসান বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ

দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহের দ্বিতীয় বিভাগীয় কমিশনার হিসেবে আমি যোগদান করেছি চলতি মাসের ১৫ জুলাই। এ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সব বিশিষ্টজনের সঙ্গে পরামর্শ করেই ময়মনসিংহকে একটি পরিপূর্ণ বিভাগ হিসেবে গড়ে তুলতে চাই। ব্রহ্মপুত্র নদের ওপারে স্বপ্নের আধুনিক শহর ও বিভাগীয় সদর দফতর গড়ে তোলাই হবে আমার প্রথম কাজ। ময়মনসিংহে কাঙ্ক্ষিত উন্নয়ন দ্রুত দৃশ্যমান করা হবে। উন্নত, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং আলোকিত বিভাগ হিসেবে ময়মনসিংহকে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই। আধুনিক বিভাগীয় শহর প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহে মানসম্মত লেখাপড়ার ওপরও গুরুত্ব দেওয়া হবে। নগরীর যানজট সমস্যা দূরীকরণে অচিরেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। অপরিচ্ছন্নতা, যানজট, জলজট তথা ড্রেনেজ নিষ্কাশন সমস্যা সমাধানের পাশাপাশি নগরীর সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। রাস্তাঘাট সংস্কার, মেরামত, নির্মাণ করে উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করা হবে। শিক্ষা নগরী হিসেবে সুনাম মর্যাদা সুবিদিত ময়মনসিংহে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরো জোরদার করতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১